Nadia

Mar 02 2023, 15:27

নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালি থানার পুলিশ


চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়াল শক্তিনগর জেলা হাসপাতালে। হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় পরিজনেরা। কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকাল রাত বারোট নাগাদ কৃষ্ণনগরের বাসিন্দা রবীন্দ্রনাথ দাস (৫২) শারিরীক অসুস্থতা নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হয়। সকাল বেলায় রোগীর অবস্থার অবনতি হওয়ার পরেও বাড়ির লোকজন  বারংবার কর্তব্যরত চিকিৎসক বিনোদ দাসকে বললেও তিনি রোগীকে দেখেননি বলে অভিযোগ।

এমনকি ওই ওয়ার্ডে ওই চিকিৎসক অন্য রোগী দেখার সময়ও রোগীর অবস্থা আরো খারাপ হওয়া সত্ত্বেও তিনি ঘুরেও দেখেননি। ওই চিকিৎসক ওয়ার্ডে  থাকাকালীনই মৃত্যু হয় ওই রোগীর। এর পরই ক্ষোভ ফেটে পড়েন রোগীর পরিবার। ওই চিকিৎসককে ওয়ার্ডে আটকে রেখে বিক্ষোভ দেখান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালী থানার পুলিশ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Nadia

Mar 02 2023, 13:57

হরিণঘাটায় ৮টি গরু সহ একটি গাড়ি আটক করল মোহনপুর পুলিশ ফাঁড়ি


নদীয়া: হরিণঘাটা থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের পাঁচপোতা এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি ৪০৭ গাড়িকে তাড়া করে গাড়িটিকে আটক করে হরিণঘাটার মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র। আটক হওয়া গাড়ি থেকে উদ্ধার হয় দুটি মোষ, চারটি গরুর সহ দুটি গরুর বাছুর। মোট আটটি গরু আটক করে হরিণঘাটার মোহনপুর পুলিশ ফাঁড়ি। বৈধ কাগজপত্র না দেখাতে পারায় গাড়ির চালক খালাসিসহ গাড়িতে থাকা আরো দুজন, মোট চারজনকে গ্রেফতার করে হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা যায় বিহার থেকে এই গরুগুলোকে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে আসে এই গরুগুলো বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। বেআইনিভাবে এই গরু নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করে ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হরিণঘাটার মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র। অন্যদিকে এই গরু পাচার চক্রে কারা কারা যুক্ত আছে তার খোঁজে তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানা।

চারজনকে গ্রেফতার করে আজ অর্থাৎ বৃস্পতিবার পাঠানো হলো কল্যাণী মহকুমা আদালতে। জানাযায় ও চারজনের মধ্যে তিনজন বিহারে যদিও অপর একজন পশ্চিমবঙ্গের। গ্রেপ্তার হওয়া চারজন  উমেশ যাদব ৪৫। বীরেন্দর রয় ৫৫। অরুন কুমার রায় ১৯। রামচন্দ্র রায় ৫২।

Nadia

Mar 02 2023, 08:59

নদীয়ার কল্যাণীতে শাসক দলের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল


নদীয়া: নদীয়ার কল্যানীতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল নিয়ে শুরু হল কাজিয়া ।

দীঘদিন ধরে কল্যানী তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন অরুপ মুখার্জি। কয়েক মাস আগে অরুপ মুখার্জিকে সরিয়ে দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় বিপ্লব দে কে।

এরপর থেকে শুরু হয় দলের অন্দরে চাপা মতপার্থক্য।

প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল রাস্তায় না আসলেও দলের অন্দরে চলছিল চোরা স্রোত।আজ তার বহিঃপ্রকাশ ঘটলো কল্যানীতে। এদিন দখল হল দলীয় কার্যালয়। এ নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন ।

তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছেন দলের জেলা নেতৃত্বর নির্দেশে বর্তমান সভাপতি দলীয় কার্যালয় দখল নিয়েছে। কল্যাণী শহরের তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি বিপ্লব দে জানান ,"কল্যাণী তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বিবেক ভবনে আজ থেকে তিনি বসবেন এবং দলীয় সমগ্র কাজকর্ম এখান থেকেই করবেন। জেলা নেতৃত্ব নির্দেশেই নির্দেশেই আজ থেকে এই কার্যালয়ে বসবেন তিনি। তাছাড়াও দলীয়কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করছিল ওই কার্যালয়ে তাকে বসার জন্য ।বিরোধীরা ও সমালোচনা শুরু করেছিল ওই কার্যালয়ে না বসাতে। তাই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ওই কার্যালয়ে বসতে শুরু করলেন তিনি।"

তবে এ নিয়ে পূর্বের সভাপতি যে বক্তব্য তা বিবেচনা করবেন বলে জানিয়েছেন এবং জেলা নেতৃত্ব সঙ্গে বসে এই সমস্যা মিটাবেন। পাশাপাশি তিনি বলেন পূর্বের সভাপতি তিনি এখন আর সভাপতি নেই তিনি দলের শুধু কাউন্সিলার। অতএব দলীয় কার্যালয় কি হবে দল কিভাবে চলবে তার জেলা নেতৃত্ব এবং এবং কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি হিসেবে তিনি ঠিক করবেন।

কিন্তু কিন্তু দলীয় কার্যালয়ে এতদিন যাবত বসে আসছিল কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরূপ মুখার্জি। আজ থেকে তার কার্যালয় বর্তমান সভাপতি বসাতে কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি তবে প্রকাশ্যে না বললেও তার গলায় সেই ক্ষোভের সুর। তবে তৃণমূলের দলীয় কার্যালয় দখল নিয়ে নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি কল্যানী শহর মন্ডলের সভাপতি বিশ্বরুপ কুলভি। তিনি বলেন বিজেপি একটি সাংগঠনিক দল সাংগঠনিক শৃঙ্খলাবদ্ধর মধ্যে সংগঠন চলে। তৃণমূলের কোন শৃংখলা নেই তারই বহিঃপ্রকাশ কল্যাণীতে ঘটলো।

Nadia

Mar 01 2023, 15:47

পাচারের ছক পাঞ্চাল করে ২০০ টি টিয়া পাখি উদ্ধার করল ভারতীয় সেনা জওয়ানরা, ঘটনা ৮৪ নম্বর ব্যাটেলিয়ানের
নদীয়া । পাচারের ছক বানচাল করে তেহট্টের বেতাই লালবাজার সীমান্ত থেকে প্রায় ২০০ টি পাখি উদ্ধার করল বিএসএফের ৮৪ নং ব্যাটেলিয়ান। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে তেহট্টের বেতাই লালবাজার সীমান্তে স্পেশাল পেট্রোলিং-এর ব্যবস্থা করা হয়। সেই সময় পাচারকারীদের দেখতে পেলে চ্যালেঞ্জ করেন কর্তব্যরত সেনা জওয়ানরা।

যদিও অন্ধকার এবং ঝোপঝাড়ের সাহায্য নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। তবে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি খাচায় ভর্তি পাখি উদ্ধার হয়। প্রায় ২০০ টি পাখি রয়েছে , যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে বিএসএফ আধিকারিক। একই মাসে পরপর চারবার পাখি উদ্ধারের ঘটনা ঘটানাই তৎপর বিএসএফ জোয়ানরা। দ্রুত পাচারকারীকে ধরার চেষ্টা চালাচ্ছেন বলে জানান তারা।

Nadia

Mar 01 2023, 12:25

মতুয়াদের ফের বিক্ষোভ


নদীয়া: মতুয়া সংঘের প্রধান ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ প্রসঙ্গে মালদহের জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যের কুরুচিকর বক্তব্যর প্রতিবাদে আজ নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার পাটিকাবাড়ি এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ দেখালো রাস্তায়।

Nadia

Mar 01 2023, 12:17

নাকা চেকিং এর সময় পিপুল পরিমাণে টাকা উদ্ধার নদীয়ার ভীমপুরে


নদীয়া: ১০ লক্ষ ৮০হাজার টাকা সহ গ্রেপ্তার এক।নগদ ১০ লক্ষ ৮০ হাজার টাকা সহ এক ব্যক্তি গ্রেফতার ঘটনা নদীয়ার ভীমপুর থানা এলাকায় । অভিযুক্তকে আজ আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ভীমপুর থানার সামনে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ।এই সময় মোটরসাইকেল করে এক ব্যক্তি যাচ্ছিল কৃষ্ণনগরের দিকে।পুলিশ নাকা চেকিং শুরু করতেই পুলিশের চক্ষু চরক গাছ।গাড়িতে সাজানো রয়েছে টাকার বান্ডিল।

এরপর ওই ব্যক্তিকে ভীমপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কোন বৈধ কাগজ না থাকায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে টাকা গোনার পর দেখা যায় মোট ১০ লক্ষ ৮০ হাজার টাকা রয়েছে । গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু জাহিদ মন্ডল বাড়ি চাপড়া থানার হাটখোলা গ্রামে ।

Nadia

Feb 28 2023, 17:39

এডিনো ভাইরাসের প্রকোপে শিশু বিভাগে ভিড় বাড়ছে নদীয়ার রানাঘাট মহাকুমা হসপিটালে, উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর

নদীয়া: এডিনো ভাইরাসের ইতিমধ্যেই চিন্তা বাড়াচ্ছে হসপিটালে।শিশু রোগীর সংখ্যা জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট ঠান্ডা লাগা পেট ব্যথা ডায়রিয়া উপসর্গ নিয়ে হসপিটালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। হসপিটাল গুলির আউটডোর থেকে শিশু বিভাগ কানায়,কানায় বাড়ছে শিশু রোগী।

ফলে একই অবস্থা রানাঘাট মহাকুমা হসপিটালের,একই বেডে ঠাসা ঠাসি করে থাকতে হচ্ছে রোগীদের ।এই নিয়ে রানাঘাট মহাকুমা হসপিটালের হসপিটাল সুপার প্রহ্লাদ অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন এডিনো ভাইরাসের প্রভাবে ভিড় বাড়ছে হসপিটালে। পরিস্থিতি এতটাই ভয়ানক যত সংখ্যক সজ্জা আছে তার থেকেও বেশি সংখ্যক শিশুদের ঠাসাঠাসি করে ভর্তি নিতে বাধ্য হচ্ছেন হসপিটাল কর্তৃপক্ষ।

Nadia

Feb 28 2023, 15:04

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 28.02.2022


AITC leader Rikta Kundu offers prayers at a temple in Palashipara gram panchayat, Tehatta-II Block at Nadia.

Nadia

Feb 28 2023, 14:47

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 28.02.2022



AITC leader Rukbanur Rahman takes note of the mid-day meal being cooked at a school in Maheshpur gram panchayat, Chapra Block at Nadia.

Nadia

Feb 28 2023, 12:59

কৃষ্ণগঞ্জে মহিলা কনস্টেবল ধর্ষণ কাণ্ডে অভিযুক্তর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ কৃষ্ণনগর আদালতের বিচারকের


নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের  মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে বিএসএফের ইন্সপেক্টর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই ঘটনায় আজ ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।

উল্লেখ্য,নদীয়ার কৃষ্ণগঞ্জে ১৯ ফেব্রুয়ারি কৃষ্ণগঞ্জের টুঙ্গী বিএসএফ ক্যাম্পে ধর্ষণ হয় মহিলা কনস্টেবল । মহিলা কনস্টেবল ২১ তারিখে ভবানীপুর থানায় অভিযোগ জানান ।মহিলা কনস্টেবল কে ধর্ষণের অভিযোগে ২৩ তারিখে গ্রেফতার  হয় বিএসএফের ইন্সপেক্টর কেতাব শিং।

অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে চার দিনের পুলিশ হেফাজতে নেয় । আজ  চার দিনের পুলিশ হেফাজত শেষ হতেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণনগর আদালতে নিয়ে যায় অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কে । বিচারক অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কে ১৪দিনের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছেন ।